বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় শ্যামনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিস সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেল আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, ইশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল ইসলাম।