বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী ও গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল ১৫ মে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের লক্ষে ২০২২-২০২৩ অর্থবছরে ৩য় কিস্তির বরাদ্দকৃত ১০ টি বাই সাইকেল ও উপজেলার ১২ ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে ১১১ টি বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ায়রম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ায়রম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।