বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় দক্ষিণপশ্চিম বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নবযাত্রা প্রকল্পের অবদান, অভিজ্ঞতা উপস্থাপন এবং ধন্যবাদ জ্ঞাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ইউএসআইডি-এর খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেত্রীবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, অত্র প্রকল্পের সিনিয়র অপারেশনস ম্যানেজার আশীষ কুমার হালদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রকল্পের সোশ্যাল ইনক্লুশন স্পেশালিস্ট মোক্তার হোসেন।