বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় গণ টিকাদান কর্মসূচি পরিদর্শন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র ঘোষণা মোতাবেক গণটিকাদান কর্মসূচীর ধারাবাহিকতায় করোনা ভ্যাকসিন-১ম ডোজ কার্যক্রমের অংশ হিসাবে মঙ্গলবার উপজেলার বিভিন্ন টিকাদানকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণ টিকাদান কেন্দ্রের গণ টিকাদান কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা, জনসাধারণের উপস্থিতি কেমন, টিকাদান কেন্দ্রের ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় তিনি গণ টিকাদান কার্যক্রম পরিচালনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।