বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ হরিনগর বাজার পূজা মন্ডপের গেট থেকে গভীর রাতে ২ হিন্দু সম্প্রদায়ের যুবককে আটক করা হয়েছে। হরিনগর বাজার পাহারাদার মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর ও জামায়াত ইসলামির শান্তি নিরাপত্ত টিমের প্রধান বাবলুর রহমান গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলেন ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত পঞ্চানন সরকারের পুত্র সুকুমার সরকার (১৯) ও বেনিমাদব দাশের পুত্র গৌরঙ্গ দাশ (২২)। বাজার পাহারাদার ও জামায়াত ইসলামির শান্তি কমিটির বাবলুর রহমান বলেন, অনেক রাতে পূজামন্ডপের পাশ দিয়ে তাদের ঘুরাফিরা দেখে আমরা সন্দেহ করতে থাকি। পরে বাজারের পূজামন্ডপের গেট ধরে ঠেলাঠেলি করা অবস্থায় তাদেরকে আটক করি। আটকের পরে হরিনগর পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার মল্লিকের কাছে হস্তান্তর করি। অসিত কুমার মল্লিক বলেন, আটকের পর বাবলু রহমান আমাকে ফোন দিয়ে বলার পর আমি যেয়ে আটককৃতদের উদ্ধার করে তার বাবা মার কাছে দিয়ে দেয়।