বিশেষ প্রতিনিধি ॥ প্রচণ্ড তাপদাহে শ্যামনগর উপজেলায় গরমে অতিষ্ঠ পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। বৈশাখ মাস প্রায় অর্ধেক হয়ে গেলেও নেই ঝড় বৃষ্টি। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন। তাই তীব্র তাপদাহ থেকে জীবন বাঁচাতে গতকাল ২৮ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে উপজেলা সদরের মোড়ে মোড়ে তৃষ্ণার্ত পথচারী, রিকসা ও ভ্যান চালক, বিভিন্ন গাড়ির চালক, বৃদ্ধ যাত্রী, নারী ও শিশুদের হাতে প্রধান অতিথি হিসেবে সুপেয় পানির বোতল ও স্যালাইন তুলে দেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে দেশে অতি গরমে অতিষ্ট মানুষদের সেবা দিতে আমি রাস্তায় নেমে এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুন কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আখড়ে রেখেছে। তাদের হাতে পানি দিয়ে আমি আমার কর্তব্যের সামান্য কিছু পালন করছি। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলি, উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ নুরুজ্জামান টুটুল প্রমুখ।