এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলার নওয়াবেঁকীতে গর্ভবতী গরু জবাই করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার নওয়াবেঁকী বাজারের মাংস ব্যবসায়ী আশরাফ, আসাদুজ্জামান খোকন ও বাদশা আলমগীর একটি গর্ভবতী গরু জবাই করে। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় ও বাজার ব্যবসায়ীদের জানান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা সত্যতা নিশ্চিত হয়ে মাংস ব্যবসায়ী বাদশা আলমগীরকে মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৪/২ ধারা অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে অপর দুইজন ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, অসাধু উপায় অবলম্বন করে কেউ ব্যবসা করবেন না। ব্যবসায় সততা ও নিয়ম কানুন মেনে চলবেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটোনারি সার্জন ডাঃ সুব্রত কুমার, পুলিশ সদস্য সহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।