বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় গর্ভবতী নারী, প্রসূতি মা ও ০-৩৬ মাসের শিশুর পুষ্টি সেবা উন্নয়নে কমিউনিটি বেইজড এনগেজমেন্ট (সিবিই) প্রকল্প বাস্তবায়ন পর্যায়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ ডিসেম্বর রবিবার বিকাল ৩ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা বাস্তবায়নে ও ইউনিসেফ এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রিতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, ইউনিসেফের নিউট্রিশন অফিসার ডাঃ শাহানাজ বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জি এম তরিকুল ইসলাম, এমওডিসি ডাঃ মোঃ মিলন হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ।