বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। গতকাল ২৩ আগস্ট মঙ্গলবার বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কৈখালী স্টেশন কর্তৃক শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছ। আটক কৃত ব্যক্তি উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মাজেদ মলি−কের পুত্র মোঃ আব্দুল গফুর (৩৪)। পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, কোস্ট গার্ড কর্তৃক ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারপূর্বক থানা হাজতে রাখা হয়েছে, মাদক মামলা দিয়ে আগামীকাল বুধবার অর্থাৎ আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।