বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় মাদকের চালান হাতবদলের গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি স্টেশন কৈখালি লে: জহুরুল ইসলাম এর নেতৃত্বে ৪ জনকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার কৈখালী গ্রামের মোখলছেুর রহমান জুব্বার, বংশীপুর গ্রামের ইব্রাহিস হোসেন, ঘুমঘাট গ্রামের মোঃ হাবিবুলাহ ও ভেটখালীর দিপংকর গাইন। এসময় তাদের কাছ থেকে একটি ইজি বাইক ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা প্রস্তুতের পর আসামীদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিত মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন দৈনিক দৃষ্টিপাতকে জানান, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ৪ জন মাদক কারবারিকে গ্রেফতারপূর্বক থানায় হস্তান্তর করেছে। মামলা প্রক্রিয়াধীন আগামীকাল শনিবার অর্থাৎ আজ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।