বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কৈখালীতে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর উপজেলার কৈখালী বৈশখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মলকিপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের পুত্র মোঃ আঃ রহমান রতন (২০)কে আটক করে। পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, কোস্টগার্ড কর্তৃক গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করে। মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।