বিশেষ প্রতিনিধি \ শ্যামনগরে থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিররুল ইসলাম এর দিক নির্দেশনায় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লা এর নেতৃত্বে গত বুধবার রাত সাড়ে ৯ টায় এসআই (নিঃ) মুহাম্মদ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার পাতড়াখোলা গ্রামস্থ জনৈক মোঃ রাশিদুল গাজী, পিতা—মৃত নেপাল গাজী এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ২০৫ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ আব্দুল্লাহ আল মামুন (২২), পিতা—মোঃ আজিজুল গাজী, সাং—পাতড়াখোলা, থানা—শ্যামনগর ও মোঃ আব্দুল হাকিম (৪২), পিতা—মৃত ইমান আলী মোল্লা, গ্রাম—ফয়লা মস্টার পাড়া, থানা—কালিগঞ্জ, জেলা—ঝিনাইদহ কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং—১১, তাং—১০/০৪/২৫, ধারা—২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ১৯ (ক) দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।