সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক গনসচেতনামূলক মহড়া অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলার রমজাননগরে ঘূর্ণিঝড় বিষয়ক গনসচেতনামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ দিন দিন বাড়ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। সচেতনতার অভাবে মানুষের জীবন হানীও ঘটছে। প্রভাব পড়ছে কৃষি, স্বাস্থ্য সহ জীবন-জীবিকার উপর। জীবিকা হারিয়ে মানুষ নিজ বাসস্থল ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে। এজন্য উপকূলীয় অঞ্চলের মানুষকে আরও সচেতনা করার লক্ষ্যে গতকাল ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর আয়োজনে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্রাক এর সহযোগিতায় উপজেলার ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে দুর্যোগের পূর্বে, দুর্যোগ কালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের উপরে বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। উক্ত মহড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গনসচেতনামূলক মহড়া উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সাংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। জলবায়ু পরিবর্তন আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারব না। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ পূর্বের চেয়ে বাড়ছে। আমরা এই দুর্যোগ এর ক্ষয়ক্ষতি কমাতে পারি। দুর্যোগের ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা সম্ভব হয় তার জন্য মানুষকে সচেতন করতে আজ এই মাঠ মহড়া। দুর্যোগ উপকূলে সবচেয়ে বেশি আঘাত হানে। এজন্য উপকূলের মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন। তিনি দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপিপি উপ-পরিচালক (প্রশাসন) ঢাকা সারাফাত হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মাহমুদ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিপি উপজেলা সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ ও উপজেলা সিপিপি টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com