আবু ইদ্রিস শ্যামনগর থেকে \ শ্যামনগর বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আদি যমুনা নদীর খাল পুনরায় তার প্রবাহমান স্রোত ফিরে পাক। বর্ষা মৌসুমেএ খাল দিয়ে অতিবৃষ্টির পানি নিষ্কাশিত হোক স্থানীয় জনগণের এমন স্বপ্ন ছিল দীর্ঘদিনের। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে পূরন হল শ্যামনগর উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাতক্ষীরা পানির উন্নয়ন বোর্ডের একান্ত প্রচেষ্টায়। গত কয়েকদিন ধরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সকল বাধা বিপত্তি পেরিয়ে গতকাল শনিবার শ্যামনগর ডাকবাংলা মোড় সংলগ্ন অবৈধ চাঞ্চল্যকর তৃতীয় তলা ভবনের একাংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। শত শত উৎসুক জনতা সরকারি খাস জমির উপর মলয় কুমার ঝন্টুর নির্মিত তৃতীয় তলা ভবন উচ্ছেদ দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়েছিল ছিল। এক সময়কার জৌলুষ পণ্য নদী সময়ের ব্যবধানে স্রোত হীন হয়ে এক পর্যায়ে ভরাট হয়ে যায় ময়লা স্তুপ আর পলিমাটির দ্বারা। কাল ক্রমে অবৈধ দখলদারদের দখলে চলে আসে এ নদীর ভরাট হওয়া অংশ ও যমুনা নদীর খাল। কিন্তু শ্যামনগর বাসীর চাওয়া-পাওয়ার দাবিতে সরকারি অর্থায়নে আবার যমুনা নদীর খালের খনন কাজের উদ্যোগ নেওয়া হয়। জনসাধারণের স্বার্থে সরকারি এ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুশীল সমাজ।