শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

শ্যামনগরে চিংড়ি ঘেরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলার রমজাননগরে চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় বেলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল ২৪ মার্চ শুক্রবার সকাল ৯ টায় উপজেলার রমজাননগর দারুল ছুন্নত আদর্শ দাখিল মাদ্রাসার সামনে আব্দুল মজিদের মৎস্য ঘেরে থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত বেলাল হোসেন রমজাননগর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। স্থানীরা জানায়, সকাল ৬ টার দিকে মজিদ গাজীর চিংড়ি ঘেরের কর্মচারী মাখন মণ্ডল প্রতিদিনের মতো সেখানে কাজ করতে যায়। এসময় তিনি ঘেরের পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে তিনি ঘেরের মালিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ অন্যদের খবর দেন। লাশের পাশেই একটি লাঠি, একটি থলেতে কিছু মাছ ও জামাকাপড় পড়ে ছিল। রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, খবর পেয়ে সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে এসে পুলিশ পানি থেকে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের মাথা একটি গামছা দিয়ে বাঁধা ছিল। তিনি পেশায় শ্রমিক ছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সেটা বলা যাচ্ছে না। মৃত বেলালের স্ত্রী আকলিমা খাতুন জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে খাওয়া-দাওয়া সেরে তার স্বামী বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকালে জানতে পারি আমার স্বামীর লাশ একই গ্রামের মজিদ গাজীর চিংড়ি ঘেরের পানিতে পড়ে আছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, চিংড়ি ঘেরের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, সেটা এখনো পরিষ্কার নয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com