বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবীর, বীর মুক্তিযোদ্ধা জিহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালে বাবু, প্রধান শিক্ষক মোঃ আজারুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান লাভলু প্রমুখ। অনুষ্ঠানের বক্তারা বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি জাতীয়ভাবে উদযাপনের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।