বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় বেশ কিছুদিন পূর্বে কয়েকটি জায়গায় বোরকা পরা ছদ্দবেশী মহিলা রূপে কয়েকটি বাড়িতে চুরি সংগঠিত হয়েছিল। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর তৎপরতায় এবং স্থানীয়দের সহযোগিতায় বর্তমানে চুরি, ডাকাতি সহ মাদক অনেকটা নির্মূল হয়েছে। গতকাল ২৯ নভেম্বর বুধবার দুপুর ১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে বাদঘাটা গ্ৰামের দিকে একজন বোরকা পরিহিত ব্যক্তি হেঁটে যাওয়া দেখে স্থানীয়দের সন্দেহ হয়। সন্দেহের এক পর্যায়ে গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড়াতে বললে সে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে বাদঘাটা গ্রামের সাবেক মেম্বার মুজিবুর রহমান এর বাড়ির সামনে থেকে তাকে স্থানীয়রা আটক করে। আটককৃত ব্যক্তি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের আবুল হোসেন গাজীর পুত্র কামরুল ইসলাম (৪০)। জানাযায়, তার বিরুদ্ধে বিভিন্ন এলাকা থেকে চুরির অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানা অফিসার মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, চোর সন্দেহে গ্রামবাসী কামরুলকে আটক করে থানা পুলিশের হাতে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদ চলছে। অপরাধী হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।