বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ছাত্র-ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি প্রদান ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১ টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গরিব, অসহায় ও মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা সহায়তায় শেখ নাসির উদ্দীন ট্রাস্ট এর উদ্যোগে ডক্টর নার্গিস নাসরিন এর অর্থায়নে ছাত্র-ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান শিক্ষক ড. মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজিবুল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জি এম মোজাফফর হোসেন, সহকারী শিক্ষক এ টি এম নাজমুল হুদা, আব্দুস সালাম, শাহাদাত হোসেন, আব্দুল মজিদ, নুরুল ইসলাম, নাসিমা খাতুন, দীপক চন্দ্র গায়েন, সুপদ বিশ্বাস, হাফিজুর রহমান, নুরুন্নবী আল হেলাল প্রমুখ।