বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জনতা ব্যাংক পিএলসি এর আমানত সংগ্রহ ও হিসাব খোলার ক্যাম্পেইন—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় জনতা ব্যাংক পিএলসি এর আয়োজনে শ্যামনগর পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে জনতা ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক শেখ শামীম হোসেন এর সভাপতিত্বে আমানত সংগ্রহ ও হিসাব খোলার ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি এর সাতক্ষীরা উপ—মহাব্যবসস্থাপক মোঃ রোকনুজ্জামান। এসময় তিনি বলেন, জনতা ব্যাংক মানুষের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান৷ সবাইকে ব্যাংকে লেনদেনের আহবান জানান৷ উক্ত অনুষ্ঠানে স্পটে সঞ্চয়ী চলতি ডিপিএস সহ মোট ১০০ টির মত হিসাব খোলা হয়। শ্যামনগর জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপকের মাধ্যমে ধীরে ধীরে ব্যাংক শাখাটি উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, মোঃ আজীবর রহমান, মোঃ জহুরুল হক আপ্পু সহ ব্যাংকের কর্মকর্তা বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আমজাদ হোসেন ও প্রিন্সিপাল অফিসার সমীর কুমার।