বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন। নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে গতকাল বেলা ১১টায় ইউপি অ্যাসোসিয়েশন সদস্য শ্যামনগর শাখার আয়োজনে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধু মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলার ১২ টি ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময়ে সভায় গাবুরা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান এস এম আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় করেন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন। মতবিনিময় কালে তিনি, খুঁধা-দারিদ্র মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত সকলে তার সাথে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলনকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা ও একান্তভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। বক্তব্য রাখেন জিএম গোলাম মোস্তফা বাংলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জি এম শফিউল আজম লেনিন, এজাজ আহমেদ স্বপন, গাজী আনিসুজ্জামান আনিচ, মোঃ সাইদ উজ জামান সাঈদ, মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমুখ।