এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নে বসতভিটার জায়গা জমি নিয়ে বিরোধে আপন ভাই ও ভাইপোদের মারপিটে কাদের মোড়ল (৬৫) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত কাদের মোড়ল উক্ত এলাকার মৃত খতিব আলী মোড়লের পুত্র। স্থানীয় প্রতিবেশী প্রত্যক্ষদর্শীরা জানান, বসতভিটা নিয়ে কাদের মোড়ল ও তার ভাই মোশারফ মোড়লসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাদের মোড়লকে তার ভাইরা ঘাড়, পেট ও বুকে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারান। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয় নিহতের স্ত্রী মাকসুদা বিবির সাথে কথা বললে তিনি বলেন, আমার ভাসুরদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল তারই জের ধরে রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে আমার সামনে আমার ভাসুররা ও ভাসুরের ছেলেরা আমার স্বামীর ঘাড়ে আঘাত করে ও ঘাড় মটকিয়ে মারধর করে এর কারণে তার মৃত্যু হয়েছে। কাদের মোড়লের পুত্র তৈবুর রহমান অভিযোগ করে বলেন, আমার চাচা মফিজুল মোড়লের কাছ থেকে আমরা একটি জমি ক্রয় করি। সেই জমিতে বালি ভরাটকে কেন্দ্র করে চাচাদের সাথে বিরোধ বাধে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মোশারফ মোড়ল, চাচা অহেদ মোড়ল, সহ চাচাতো ভাইয়েরা আমার পিতাকে ঘাড় মটকিয়ে (ঘাড়ে আঘাত করে) মারধর করে আহত করে। গুরুতর আহত অবস্থায় আমার পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন তিনি। অন্যদিকে, এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় অত্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্যার সাথে কথা বললে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভাইদের মধ্যে ক্রায়কৃত জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করিনি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।