বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় সাজেদা ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ। সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির টিম লিড মাইদুল ইসলাম এর সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাসিবুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, অত্র ফাউন্ডেশনের ফিল্ড অপারেশন ম্যানেজার মোঃ আব্দুল মান্নান প্রমুখ। উলেখ্য সাজেদা ফাউন্ডেশন ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়ে একটি জনমুখী এবং উন্নয়নমূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এই ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫টি জেলার মোট ৯টি উপজেলায় তাদের কার্যক্রম শুরু করেছে। এরমধ্যে শ্যামনগর উপজেলা একটি। এই কর্মসূচির লক্ষ্য হলো বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার জনসমষ্টিকে জলবায়ু সহিষ্ণু হিসেবে গড়ে তোলা। এই কর্মসূচির আওতায় যে পাঁচটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তা হলো-জলবায়ু ঝুঁকিগ্রস্ত মানুষের সুপেয় পানি সংকটের সমাধান, জলবায়ু সহিষ্ণু জীবিকার সুযোগ্য সৃষ্টি, প্রকৃতি-ভিত্তিক সমাধান ও দুর্যোগ সাড়াদানের কৌশল উন্নয়ন এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য।