বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবনাক্ততা মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরন (জিসিএ) প্রকল্পে স্থানীয় মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জিসিএ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, অত্র প্রকল্পের কর্মকর্তা বৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রকল্পের মহাপরিচালক (সেক্টর ৭, আইএইডি) মোঃ আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, অত্র প্রকল্পের পরিচালক (সেক্টর ৭, আইএইডি) মোঃ খলিল আহমেদ, সাতক্ষীরা নির্বাহী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।