বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জলবায়ু মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামিক রিলিফ বাংলাদেশে ও ইয়ুথ নেট গেøাবালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নেয়া পদক্ষেপ এবং উদ্বোধনী কৌশল গুলো তুলে ধরা হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশর জেলা কর্মকর্তা মোঃ এরশাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এ-সময় তিনি বলেন, আমাদের শ্যামনগরকে আমরা প্লাস্টিক মুক্ত পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে চাই। আর সেইজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা হয়তো একদিনে একবারে পেরে উঠবোনা, তবে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। আপনারা যুব সমাজ সহ সকলেই আমার সাথে থাকলে একদিন পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব শ্যামনগর গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেন, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও মোঃ আছাফুর রহমান, বদরুজ্জামান, মাহাবুল আলম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থার সদস্য বৃন্দ। মেলায় অন্যান্য বক্তারা বলেন, জলবায়ু মেলায় অভিযোজনমূলক পদক্ষেপ সম্পর্কে ধারণা পেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবে। এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করা হলে জনগণ অভিযোজনমূলক কার্যক্রম গ্রহণ করতে উৎসাহিত হবে। উদ্বোধনের পর অতিথিরা মেলার দশটি স্টলে জলবায়ু সহনশীল কৃষি নিষ্কাশন বিভিন্ন প্রযুক্তি ও কলা কৌশল এবং সরঞ্জামাদি পরিদর্শন করেন।