বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জলবায়ু শহনশীল কমিউনিটি তৈরি (প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্স কমিউনিটিস ইন বাংলাদেশ-পিসিআরসিবি ফেইজ-২) প্রকল্প অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ অক্টোবর সোমবার বেলা ১১ টায় খ্রিষ্টীয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) শ্যামনগরের ও পিসিআরসিবি প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, এনজিও প্রতিনিধি সহ অত্র প্রকল্পের কর্মকর্তা-সদস্য সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শফিক, সিসিডিবি প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার নীলিমা রানী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস।