বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা পর্যায়ে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রতিষ্ঠানিকীকরন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রকল্প অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রধান শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহীদুলাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট মহিউদ্দীন পাটুয়ারী, উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা সহ উপজেলার নির্মিতব্য ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগন প্রমূখ। সভায়, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকিকরণ (ক্রিম) প্রকল্পের আওতায় উপজেলায় ১৩টি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার নির্মানের উদ্যোগ গ্রহন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয।