বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া কাঁচড়াহাটি এবং শ্যামনগর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বিলের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চলতি অর্থবছরের কাবিকা প্রকল্পের আওতায় এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাল খনন কাজ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহিনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য এসএম জাকির হোসেন, এসএম ফিরোজ হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। খালটি খনন করা হলে ভুরুলিয়া ও শ্যামনগর সদর ইউনিয়নের পাঁচটি গ্রামের জলাবদ্ধতা নিরসন হবে। সদর ইউনিয়নের উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণিসম্পদ হাসপাতাল, সেটেলমেন্ট অফিস, নির্বাচন অফিস, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সড়ক সহ সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের জলাবদ্ধতা নিরসন সহ অত্র এলাকার ফসল, মাছ চাষ, ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি সাধিত হবে।