শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

শ্যামনগরে জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে আনন্দঘন, আলোকসজ্জিত, জাঁকজমকপূর্ণ পরিবেশে। গতকাল ৩ অক্টোবর সোমবার অষ্টমী পূজাতে মেতে উঠেছে সর্বস্তরের হিন্দু ধর্মালম্বীরা। উপজেলায় এবছর ৬৯ টি পূজা মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। সরেজমিন ঘুরে দেখা যায়, সনাতন ধর্মালম্বী মানুষ দুর্গা প্রতিমা দর্শন ও মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য ভিড় জমাচ্ছে প্রতিটি পূজা মণ্ডপে। দুর্গা মায়ের ভক্তদের ভাষ্য এবছর দুর্গেশ নন্দিনী দুর্গা পৃথিবী থেকে সকল রোগ ব্যাধি দূর করে মানুষের জন্য বয়ে আনবে অনাবিল সুখ শান্তি। এবিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস দৈনিক দৃষ্টিপাতকে জানান, উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালিত হচ্ছে। সরকারি নির্দেশনা মোতাবেক সরকারের বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে পূজা উৎসব সুন্দর ভাবে উপজেলায় ৬৯ টি পূজামণ্ডপে শারদীয়া দুর্গাপূজা পালিত হচ্ছে। পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনী সহ স্থানীয় নেতৃবৃন্দের লক্ষ্যণীয় ভুমিকা চলমান। গত ষষ্ঠী পূজা থেকে অষ্টমী পূজা পর্যন্ত উপজেলায় কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামী ৫ অক্টোবর বুধবার সকলের সহযোগিতায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দূর্গা উৎসব সমাপ্ত করা হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল জানান, এবার উপজেলার ১২টি ইউনিয়নে ৬৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সরকারি সকল নিয়ম মেনে উৎসব উদযাপনের সব প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন পরিষদ। ইতোমধ্যেই বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারি নির্দেশনা মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে দেবীর অর্ঘ্য নিবেদনের জন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসবে প্রশাসন ও এলাকার সর্বস্তরের মানুষের সর্বাত্বক সহযোগিতায় শারদীয় দূর্গাপুজা সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উলে­খ্য গত ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দুর্গাপূজা। ১অক্টোবর ষষ্ঠীতে দশভূজা দেবী দূর্গার আমন্ত্রণ ও অধিবাসনের মাধ্যমে উপজেলা ব্যাপি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবের আমেজ বিরাজ করছে। উচু নিচু ধনী গরিব ভেদাভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্র করে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ঢাক-ঢোল, কাশা-বাশির আওয়াজে আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা পালিত হচ্ছে। আগামী ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দূর্গা উৎস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com