বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। “মুর্জিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুলাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দুর্যোগ প্রতিরোধ কমিটির (সিপিপি) নারী ও পুরুষ সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।