বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরুন ও মৎস্য পুরস্কার বিতরণ করা হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার বেলা ১২ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি সহ বিভিন্ন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহিনুল ইসলাম, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ উপজেলা সহ-সভাপতি প্রভাষক সন্তোষ কুমার মন্ডল, জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি মোঃ মনসুর আলম, মধুজিত রপ্তান সহ মৎস্যজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।