বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় জাতীয় মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসূচী উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, আওয়ামী মৎস্যজীবিলীগের উপজেলা সভাপতি মহিত কুমার মন্ডল, জাতীয় মৎস্যজীবি সমিতির উপজেলা সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাফিজুর রহমান সহ বিভিন্ন মৎস্যজীবী সমিতির সদস্য ও এনজিও প্রতিনিধিবৃন্দ। সভায় আগামী ২৫ জুলাই মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে সকল সংগঠনকে আহবান জানানো হয়।