বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল ২৫ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের ব্যানারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধানগণ, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য চাষী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাই চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইসা চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।