বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালি, যুব ঋণের চেক, গাছের চারা, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-সদস্য ও যুবকদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যুব ঋণের চেক, গাছের চারা, সনদপত্র বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা যুব উন্নয়ন সহকারী পরিচালক ইসমত আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, ভেটেনারি সার্জন ডাঃ সুব্রত বিশ্বাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।