বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণ ও সিআরভিএস এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইউনিক আইডির ডাটা এন্ট্রির সম্মানি বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ আগষ্ট বুধবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট, সম্মানী প্রদান ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।