বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

শ্যামনগরে জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল, পরিচিতি সভা ও সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির আনন্দ মিছিল, সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জুলাই শুক্রবার বিকাল ৪ টার উপজেলা জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির আয়োজনে একটি আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এস এম কামরুল হায়দার নান্টু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সন্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আবদুল­াহ সরদার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, সাতক্ষীরা বাস টার্মিনাল মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি জাকির হোসেন টিটু, জেলা মুক্তিযোদ্ধা সংহতি সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জিএম আকবর কবীর, রমজাননগর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতীত পবন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েস, নকিপুর ক্রিকেট জায়ান্টের ভাইস চেয়ারম্যান যুবনেতা ফেরদাউস হায়দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু, কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুস সবুর, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব ও কৃষি বান্ধব সরকার। বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতা থাকা কালে সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয়েছে। আর এ সরকারের আমলে কৃষক তার চাহিদা মত সার বাড়ি বসে পেয়ে যাচ্ছে। গ্রামে গঞ্জে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। সারাদেশব্যাপী পাকা রাস্তা, স্কুল কলেজ এবং মাদ্রাসা দৃশ্যমান উন্নয়ন হয়েছে। আগামীতে আপনারা নৌকার পক্ষে কাজ করবেন এবং এই সরকারের উন্নয়নের সফলতা গ্রামে গঞ্জে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সদস্য সচিব গোলাম মোস্তফা (মোস্ত)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com