বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জাতীয় সংবিধান দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ নভেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বক্তারা বলেন, সংবিধান একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে মেনে নিয়ে দেশের সকল উন্নয়নের অবকাঠামো তৈরি হয়। ১৯৭২ সালে থেকে সংবিধানটি চলমান। আমরা সকলে সংবিধানের আলোকে চলাচল করলে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ওসমান গনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।