বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, সমবায় অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দের উপস্থিতিতে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরালের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলার ৯ টি সমবায় সমিতির শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রাক্তন সমবায় অফিসার মোঃ জহুরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ওসমান গনি, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, প্রাক্তন উপজেলা সমবায় অফিসার জি এম আব্দুল গনি, উপজেলার নকশী কাঁথার পরিচালক নারী উদ্যোক্তা চন্দ্রিকা ব্যানার্জি, আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহিত কুমার মন্ডল, মোঃ আব্দুস সাত্তার, মোঃ আব্দুল, মোঃ দবীর হোসেন, মোছাঃ নার্গিস পারভীন, মোছাঃ মারুফা খাতুন, মোছাঃ হালিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি ও অতিথিবৃন্দের নিকট উপজেলার ৩৩ টি মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর জন্য নিম্নতম ৬০ টি বদ্ধ জলমহাল ইজারা প্রক্রিয়া চূড়ান্ত করার দাবি জানান উপজেলার সকল মৎস্যজীবী জেলে সমিতির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ।