মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

শ্যামনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ (পুরাতন) মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com