বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ‘জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের সার্বিক সহযোগিতায় সোনালী ব্যাংক লিমিটেড শ্যামনগর শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে ‘জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস সাতক্ষীরা ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলম এর সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ ব্যাংক খুলনা উপ-মহাব্যবস্থাপক (ব্যাংকিং) এস কে রফিকুল ইসলাম। শেখ ফারুক হোসেন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, সোনালী ব্যাংক লিমিটেড শ্যামনগর শাখার ম্যানেজার দেবেশ কুমার দাশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শ্যামনগর শাখার ম্যানেজার মোঃ হাবিবুর রহমান সহ অন্য ব্যাংক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তা বৃন্দ। সভায় বক্তারা, জালনোট সনাক্তকরণের উপায় ও বিস্তার রোধে বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসু আলোচনা করেন। আগামী পবিত্র ঈদুল আযহা, শারদীয় দূর্গা পুজা সহ বিভিন্ন উৎসবে কিছু দুষ্কৃতীকারী জাল নোট সরবরাহ করে অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করার চেষ্টা করবে। কাজেই কোনটি সঠিক নোট এবং কোনটি জালনোট সনাক্তকরণ এর উপায় জেনে আপনারা সতর্ক থাকবেন।