বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জাহিদ হজ্ব গ্রুপের ফ্রি ওমরাহ লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ এপ্রিল জাহিদ হজ্ব গ্রুপ এর আয়েজন উপজেলার জে সি কমপ্লেক্স রওজাতুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন পর্যায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম ওলামায়েকেরমগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ২৫৪ জন ওমরাহ আবেদনকারীর মধ্যে উপজেলার নূরনগর রহমতনগর (হরিনাগাড়ি) গ্রামের মোঃ আজিজুল সরদারের পুত্র হাফেজ মাওঃ আবুল হোসেন ওমরাহ পালনের জন্য লটারিতে নির্বাচিত হন। উক্ত অনুষ্ঠানে শ্যামনগর জাহিদ হজ্ব গ্রুপ এর পরিচালক হাফেজ মাওঃ মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি ওমরাহ লটারী ড্র উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ। কুরআন হাদিস থেকে আলোচনা করেন সাতক্ষীরা ইটাগাছা দারুল উলুম মাদ্রাসার নাজেমে তালিমাত মুফতি মোঃ সাইফুল্লাহ রহমানী, শ্যামনগর থানা মসজিদ মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক, মোহাম্মদপুর কাসেমুল উলুম সুলতানিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ মুফতি আব্দুল আলীম, জামেয়া হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাউসুফ সিদ্দিকী, নূরনগর মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি মোঃ মিজানুর রহমান হাবিবী, খানপাড়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মোঃ রহমাতুল্লাহ, সাদপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ আমিনুর রহমান, পাতড়াখোলা মাদ্রাসার মুহতামিম মাওঃ নাজমুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন হাফেজ মাওঃ হেলাল উদ্দিন ও এটিএম মিসবাহ উদ্দিন বোরহানী।