বিশেষ প্রতিনিধি \ শ্যামনগরে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২ এপ্রিল রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার উপকূলবর্তী টর্নেডো বিধ্বস্ত কৈখালী ও রমজাননগরসহ বিভিন্ন এলাকার হতদরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসন এমন উদ্যোগ গ্রহন করে বলে জানা যায়। ইফতার সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন জানান, প্রতি বছর জেলা প্রশাসন জেলার সকল শ্রেনী ও পেশার মানুষকে নিয়ে ইফতার অনুষ্ঠান করতো। সামগ্রিক অবস্থার প্রেক্ষাপটে চলতি বছর জেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠান বাতিল করে সে টাকায় শ্যামনগরে বাঘ বিধবা, প্রতিবন্ধী ও অসহায় পরিবারগুলোর ইফতার সামগ্রী কিনে দেয়া হয়েছে। ইফতার সহায়তা হিসেবে এসময় পরিবারগুলোর হাতে ছোলা, চিনি, সেমাই, চিড়া, মুড়ি, ডাল, তেল, খেজুর ও আলু উঠিয়ে দেয়া হয়।