বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জেলে নিবন্ধন কর্তৃপক্ষের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ জুন বুধবার সকাল সাড়ে ১০ টায় উত্তরণ আমার প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান ও অংশগ্রহনকারী উপজেলা জেলে নিবন্ধন কর্তৃপক্ষের সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এরে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান, ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, ইউপি চেয়ারম্যান মাকসুদুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, প্যানেল চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ, জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা শাখার সভাপতি জিএম মনসুর আলম প্রমুখ। সভায় উপজেলার প্রকৃত জেলেদের নিবন্ধনপূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।