এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার গাবুরাতে টিউবওয়েলে পানির সাথে উঠছে গ্যাস, জ্বলছে আগুন। ঘটনা সুত্রে জানাযায়, ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে পানির সমস্যা দূর করতে গভীর নলকূপ স্থাপন করা হয়। নিরাপদ খাবার পানি ও পার্শ্বেমারী বাইতুন নুর জামে মসজিদের মুসলিদের ওজু করার জন্য বসানো হয়েছিল টিউবওয়েলটি। গতকাল শনিবার সকালে টিউবওয়েলটির স্থাপন কাজ শেষ হয়। টিউবওয়েলটির গভীরতা ১২৪০ ফুট। শ্রমিকেরা টিউবওয়েল বসানোর পর পানি ওঠানোর জন্য চাপ দিতেই পানির সঙ্গে গ্যাস বের হতে থাকে। এসময় কৌতূহলবশত আগুন দিলেই আগুন জ্বলে উঠে এবং দাউ দাউ করে আগুন জ্বলে। আগুন জ্বলার কারণ টিউবওয়েলটির পানির সঙ্গে উঠে আসা প্রাকৃতিক গ্যাস। এই দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে। এবিষয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অর্ঘ্য দেবনাথ জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি টিউবওয়েলটিতে পানি ও গ্যাস একসঙ্গে বের হচ্ছে। গ্যাস মিশ্রিত পানি ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয় বিধায় টিউবওয়েলটির পানি ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয়েছে।