বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা প্রোগ্রাম (সিএমএলআরপি-২) প্রকল্প পরিচিতি ও অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল এর আয়োজনে ও অস্ট্রেলিয়ান এইড, কারিতাস অস্ট্রেলিয়ার অর্থায়নে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ এর সভাপতিত্বে প্রকল্প পরিচিতি ও অভিহিতকরণ সভা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, রমজাননগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন প্রমুখ।