বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় গবাদী প্রাণি ও হাঁস মুরগীর তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শ্যামনগরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, খামারি, স্থানীয় জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে গবাদি পশু ও হাঁস মুরগির তাপ জনিত পীড়ন প্রতিরোধমূলক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান, ভেটেরিনারি অফিসার জেলা ভেটেরিনারি হাসপাতাল ডাঃ বিপ্লব জিৎ কর্মকার, উপ সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মাহবুবুর রশিদ সহ অন্যন্য কর্মকর্তা বৃন্দ। উক্ত জনসচেতনা সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারীদের গবাদি প্রাণি ও হাঁস মুরগীর তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রানিসম্পদ রক্ষার্থে সরকার ঘোষিত বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় এবং গবাদি প্রাণির যে কোন সমস্যা ও সেবা নেওয়ার জন্য উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।