সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে ইজ্জত উল্লাহ শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত নূরনগরে জামায়াতে সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইক্লিং প্রতিযোগিতা, রেজিষ্টে্রশন চলছে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে গাইড নির্বাচনের অভিযোগ নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ডুমুরিয়া মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় তারুণ্যের উৎসব—২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য শীর্ষক পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল রিফাত। এসময় তিনি বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুব সহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল শ্যামনগর উপজেলা গড়ে তুলতে চাই। সবকিছুর মধ্যেও সুন্দর উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সফল ভাবে শেষ হওয়ায় তিনি এ কার্যক্রমে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সৃজনশীল এ কর্মকান্ড পরিচালনায় সহায়তা করেন নকীপুর হাট—বাজার ব্যবস্থাপনা কমিটি, বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) সহ সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ড. মুহম্মদ আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মরিয়ম সিদ্দিকা, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, নকীপুর হাট—বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এস এম ফিরোজ হোসেন, গোকুল চন্দ্র মন্ডল, গাজী আব্দুল্লাহ আল মামুন, আনিকা তাবাসসুম, তৃপ্তি রাণী বিশ্বাস, স ম ওসমান গনী, প্রতিমা চক্রবর্তী, লিপিকা গাইন প্রমুখ। এই অভিযানে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিতের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মানে প্রতিটি নাগরিক যেন তার বসবাসের স্থান এবং সকল ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সে বিষয়ে সচেতন করার বিষয়ে অবহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com