বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের সকল ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা (চেক) প্রদান করা হয়েছে। গতকাল ১২ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে অত্র সংস্থার উপজেলার হাইবাদপুরস্থ নিজস্ব কার্যালয়ে অত্র সংস্থার ১৫০ জন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে ১৫ লক্ষ টাকা ভাতা (চেক) প্রদান অনুষ্ঠানে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্ন আরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাতা (চেক) প্রদান বিতরণ ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ মোতাছেম বিলাহ প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন মোঃ হাফিজুর রহমান, মোঃ নাহিদ নাহিদ, আফরোজা পারভীন, তানজিলা পারভীন, হালিমা খাতুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।