বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার খানপুরে ট্রাক, ট্রলি ও মোটরসাইকেল এর ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও ট্রলি চালক আহত হয়েছে। ঘটনা সুত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় শ্যামনগর কালিগঞ্জ সড়কে খানপুর নামক স্থানে কালিগঞ্জ থেকে শ্যামনগর অভিমুখে একটি মোটরসাইকেল ও মৌতলা থেকে মুদিখানার মাল নিয়ে একটি ট্রলি নূরনগর অভিমুখে আসার সময় বিপরীত দিক শ্যামনগর থেকে একটি দ্রুতগামী ট্রাক প্রথমে মুদি মালবাহী ট্রলিকে সজোরে ধাক্কা মারে এবং পরবর্তীতে মোটরসাইকেল চালকসহ মোটরসাইকেলটি মুখে করে নিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে। এঘটনায় ট্রলি চালক ও মোটরসাইকেল চালক গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বরাইপাড়া গ্রামের আব্দুর রহমান শেখের পুত্র ও সাতক্ষীরা অফসোনিন ফার্মাসিটি এর আই ভিশন এর এম পিও মোঃ তরিকুল ইসলাম (৪৫) এবং ট্রলি চালক কালীগঞ্জ উপজেলার রতনপুর সুবর্ণ গাছি গ্রামের মোঃ নুরো গাজীর পুত্র মোঃ আবদুর রশিদ (৪৮) চিকিৎসা নিয়ে বাসায় ফেরে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। মেডিকেল রিপোর্ট এর উপর ভিত্তি করে নিহতের লাশ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।