বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় সাসটেইনেবল কোষ্টাল মেরিন ফিশারিজ প্রজেক্ট (ঝঈগঋচ) কম্পোনেন্ট-৩ এর ত্রৈমাসিক ফিশারিজ কো-ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কম্পোনেন্ট-৩ এর আয়োজনে মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা অফিসার্স ক্লাবে সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহীত সরকারি প্রকল্পে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, অত্র প্রকল্পের রিজওনাল কো-অডিনেটর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।