বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় থ্যালাসেমিয়া সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র উদ্যোগে এবং শান্তা মারিয়া হাসপাতালের (আজিপতা)’র ও বারসিকের সহযোগিতায় থ্যালাসেমিয়া সচেতনতায় সিডিও ইয়ুথ টিমের সদস্যদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ জামান-সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, গাজী আব্দুল আলিম, ফজলুল হক, আনিসুর রহমান সহ সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ এবং শান্তা মারিয়া হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও’র পরিচালক গাজী আল ইমরান।